Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

এখনই মুক্তি নয় কেজরিওয়ালের

Updated : 21 Jun, 2024 4:57 PM
AE: Krishnendu Ghosh
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: জামিন (Bail) পেলেও এখনই জেল থেকে মুক্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনউ আদালত কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ইডি। আদালত জানিয়েছে, হাইকোর্টে এই মামলার শুনানি না হলে নিম্ন আদালতের নির্দেশ কার্যকর করা যাবে না।

আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। ইডি কেজরিওয়ালের জামিন ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল। যা গ্রাহ্য হয়নি। বিচারক কেজরিকে জামিন দেন। শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে ইডি। দিল্লি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে ওই মামলাটির শুনানি হবে। আদালত জানিয়েছে, মামলাটি আগে হাইকোর্ট শুনবে। তার আগে নিম্ন আদালতের নির্দেশ কার্যকর হবে না।

আরও পড়ুন: নেশার ক্যাপসুল পাচার করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার যুবক

উল্লেখ্য, আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। তিনি মুখ্যমন্ত্রী পদেই রয়েছেন। লোকসভা ভোটের প্রচারের জন্য তাঁকে শর্তসাপেক্ষে কিছু দিনের জন্য জামিন দেওয়া হয়েছিল।