Arvind Kejriwal Mamata Banerjee Meeting | কেজরিওয়াল মমতা বৈঠক
নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন। আগামী মঙ্গলবার এই বৈঠক হবে। আমলা বদলি নিয়ে দিল্লিতে জারি হওয়া অর্ডিন্যান্সের প্রতিবাদে এই বৈঠক হবে। কেজরিওয়াল নিজেই সেকথা জানিয়েছেন। রবিবার তিনি বলেন, মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করব। আমি প্রতিটা রাজ্যে যাব। সেখানকার নেতাদের সঙ্গে দেখা করে বলব তাঁদের সহযোগিতা প্রয়োজন। নীতিশ কুমারের পরে কেজরিওয়াল মমতার সঙ্গে বৈঠক করবেন। যাতে পরিষেবা সংক্রান্ত কেন্দ্রের অর্ডিন্যান্সকে হারানো যায়। মে মাসের ২৩ তারিখ মমতার সঙ্গে দেখা করবেন কেজরিওয়াল। এদিন দুপুরেই কেজরিওয়াল বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে। কেজরিওয়াল বলেন, মঙ্গলবার কলকাতায় বেলা তিনটের সময় আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে। এরপর আমি দেশের অন্যান্য পার্টি নেতাদের সঙ্গে বৈঠকে বসব।
অর্ডিন্যান্স নিয়ে কেজরিওয়াল বলেন, এটা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। কেজরিওয়াল এটাও জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। কেজরিওয়াল ২৪ মে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন। ২৫ মে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন।
দিল্লি নিয়ে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সকে অসাংবিধানিক বললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। এই অর্ডিন্যান্সকে রাজ্যসভায় পর্যুদস্ত করায় ডাক দিলেন তিনি। তাঁর মতে, সংসদের উচ্চকক্ষে এই বিলকে বিরোধীরা হারিয়ে দিতে পারলে লোকসভা ভোটের ফাইনালের আগে সেমিফাইনালে হার হবে বিজেপির। সকলে মিলে একসঙ্গে লড়াই করলে বিজেপির হার অনিবার্য। রাহুল গান্ধী (Rahul Gandhi)-মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Chief Minister of West Bengal), নবীন পট্টনায়ক, শরদ পাওয়ারও উদ্ধব ঠাকরের পর এবার কেজরিওয়াল। ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যে শান দিতে রবিবার দুপুরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal Chief Minister of Delhi) সঙ্গে বৈঠক সারলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৈঠকে দুজনেই বিজেপিকে প্রতিরোধ করার ব্যাপারে একমত হন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও।