শীত পড়তেই মাটির গাড়ির দাপট বেড়ে চলেছে ভাঙড় জুড়ে
Updated : 15 Nov, 2023 4:40 PM
AE: Abhijit Roy
VO: Anannya Ghosh
Edit: Silpika Chatterjee
ভাঙড়: শীত পড়তেই মাটির গাড়ির দাপট বেড়ে চলেছে ভাঙড় জুড়ে। তা থেকে ঘটছে দুর্ঘটনাও। সন্ধ্যা নামতেই মাটি ভর্তি ডাম্পার দাপিয়ে বেড়াচ্ছে বাসন্তী হাইওয়ে সহ ভাঙড়ের বিভিন্ন রাস্তায়। এমনকি পিডব্লিউডি (PWD) লেখা গাড়ি (ডাম্পার) বোঝাই করে চলছে রমরমা এই বেআইনি কারবার।
ভাঙড়ের অত্যন্ত ব্যাস্ততম হাইওয়ে তথা রাজ্য সড়ক বাসন্তী হাইওয়েতে একেরপর এক মাটি বোঝাই ডাম্পার। ওই গাড়ির বেপরোয়া গতিতে মাটি নিয়ে বাসন্তী হাইওয়ের একাধিক জায়গায় নিচু জায়গা থেকে জলাজমি ভরাট করে চলেছে। আর এই বেআইনি কাজ চলছে সরকারি পিডব্লিউডি (PWD)-র বোর্ড লাগিয়ে। এ বিষয়ে গাড়ির চালককে জিঞ্জাসাবাদ করা হলে তিনি সদুত্তর দিতে পারেননি।
Tags: