Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

বয়স ৯১, তৌবা তৌবা গান গেয়ে, হুক স্টেপে নেচে দুবাইয়ে মঞ্চ কাঁপালেন আশা ভোঁসলে

Updated : 31 Dec, 2024 4:20 PM
AE: Samrat Saha
VO: Subhangi Mukhopadhyay
Edit: Susmita Dey

কলকাতা: মঞ্চে যে ম্যাজিক ভয়েস দুবাইয়ের লিগ্যাসি কনসার্টে অডিটোরিয়াম কাঁপিয়ে দিচ্ছে তাঁর বয়স ৯১ বছর। কালো পাড় দেওয়া সাদা শাড়িতে হাত, পা দুলিয়ে হুক স্টেপে নাচছেন তিনি। তাঁর কণ্ঠে তৌবা, তৌবা গানের সুরের জাদুতে তখন উন্মাদনায় ভক্তদের মূর্চ্ছা যাওয়ার জোগাড়। দ্যুতি ছড়ানো ওই শিল্পী ভারতের সর্বকালের অন্যতম সেরা সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে (Asha Bhosle)। রবিবারের তাঁর ওই ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। গানটির স্রষ্টা  গায়ক ও ব়্যাপার করণ আউজলা (Karan Aujla) ও অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal) প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। নেট দুনিয়ায় দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছার বন্যা।

প্রতিক্রিয়ায় করণ আউজলা লিখেছেন, আশা ভোঁসলে সুরের জীবন্ত কিংবন্তী। ‘তউবা তউবা’ গানটি একটি শিশু লিখেছিল। যে ছোট্ট গ্রামে বেড়ে ওঠে।  যার কোনও  সঙ্গীতের শিক্ষা নেই। কোনও ইনস্ট্রুমেন্ট বাজাতে জানত না। এই গান শুধু ভক্তদের প্রচুর ভালোবাসা ও স্বীকৃতি পেয়েছে তাই নয়, বরং শিল্পীদের কাছ থেকে সম্মান পেয়েছে। এই মুহূর্ত আইকনিক। আমি এটা কখনও ভুলব না। এটার জন্য আমি নিজে অনুপ্রাণিত বোধ করছি। অভিনেতা ভিকি কৌশল তাঁর ইনস্টাগ্রামে এই পোস্টটি শেযার করে লিখেছেন, আশাজি পরিপূর্ণ কিংবদন্তী। দুবাইয়ে ওই অনুষ্ঠানে ছিলেন গায়ক সোনু নিগমও।

বয়স একটা সংখ্যা মাত্র। তা ফের প্রমাণ করে দিলেন আশা ভোঁসলে। তাঁরা নিজের ইতিহাস সৃষ্টি করা হাজার-হাজার গান থেকে নয়, ২৭ বছর বয়সি যুবক ব়্যাপারের গান গেয়ে উন্মাদনার জোয়ারে ভাসিয়ে দিলেন শ্রোতা, দর্শকদের। এক হাতে মাইক্রোফোন, আরেক হাতে মিউজিকের তালে নাচের মুদ্রা। মঞ্চের রঙিন আলোয় অনবদ্য সৃষ্টিতে বহু প্রবীণের মনে প্রাণশক্তির আশা জিইয়ে দিলেন।