
Asia Cup 2023 | চলতি সপ্তাহেই এশিয়া কাপের সূচি ঘোষণা, পাকিস্তানেই উদ্বোধনী ম্যাচ!
লাহোর: বিশ্বকাপের পর এবার এশিয়া কাপেরও সূচি ঘোষণা হতে চলেছে চলতি সপ্তাহে, এমনই জানা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে। ভারত সাফ জানিয়ে দিয়েছিল পাকিস্তানের মাটিতে খেলতে যাবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তাই এবারের এশিয়া কাপ হতে চলেছে হাই ব্রিড মডেলে। পাকিস্তান এবং শ্রীলঙ্কা একসঙ্গে এই প্রতিযোগিতার আয়োজন করছে।
৩১ অগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। জানা যাচ্ছে, উদ্বোধনী ম্যাচ হবে পাকিস্তানে। আর ১৭ সেপ্টেম্বর ফাইনাল হবে শ্রীলঙ্কার মাটিতে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, “একটি বৈঠক হয়েছে শনিবার। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এশিয়া ক্রিকেট কাউন্সলের সদস্যরা। পিসিবির সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এশিয়ার কাপের সূচি ঠিক করেছে এসিসি। সেই সূচি চলতি সপ্তাহে ঘোষণা হতে চলেছে। উদ্বোধনী ম্যাচ পাকিস্তানে হবে। তাই বিশ্বের প্রতিটি ক্রিকেটপ্রেমীকে পাকিস্তানে এসে ম্যাচ উপভোগ করুন।”
এশিয়া কাপে ৬টি দেশ খেলতে চলেছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল। প্রতেক ৩টি দেশকে একটি গ্রুপে রাখা হয়েছে। ভারত, পাকিস্তান এবং নেপাল রয়েছে এক গ্রুপে। অন্য গ্রুপে থাকছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে টপ ফোরের লড়াইয়ে। আর এবারের এশিয়া কাপে ৫০ ওভারে ক্রিকেট খেলবে প্রতিটি দল। গত এশিয়া কাপে টি-২০ ম্যাচ খেলা হয়েছিল। সেবার পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।
বিসিসিআই সচিব জয় শাহ গত বছর সাফ জানিয়ে দেন, এশিয়া কাপে ভারত পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না। বিশ্বকাপের সূচি ঘোষণার পর পাকিস্তানের তরফে পাল্টা চাপ সৃষ্টি করা হয়। পিসিবি প্রধান জাকা আশরফ এবং পাক ক্রীড়ামন্ত্রী এসহান মাজারিকে বারাবার বলতে শোনা যায়, ভারত তাঁদের দেশে না খেলতে গেলে, তাঁরাও বিশ্বকাপ খেলতে এদেশের মাটিতে আসবে না। এছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ আহমেদাবাদে চাইছেন না তারা। এরকমই একাধিক সমস্যার কথা বলতে শুরু করে পিসিবি।
ভারত নিজের সিদ্ধান্তে অনড় থাকলেও, পাকিস্তান বিশ্বকাপের জন্য এদেশে আসছে। আর এশিয়া কাপের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবেন রোহিতরা। এমনকী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচও হবে শ্রীলঙ্কায়। জানা যাচ্ছে, প্রতিযোগিতার কেবল ৪টি ম্যাচ নিজেদের দেশে খেলতে পারবেন পাক ক্রিকেটাররা। বাকি সব ম্যাচ লঙ্কায় হকে চলেছে।