Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

ওয়ান ডে ক্রিকেটে নয়া নজির বিরাট কোহলির

Updated : 5 Sep, 2023 8:23 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

পাল্লেকেলে: সোমবার এশিয়া কাপে (Asia Cup 2023) গ্রুপ পর্যায়ের ম্যাচে নেপালের বিরুদ্ধে প্রত্যাশিত ফিল্ডিং করতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli)। ম্যাচের দ্বিতীয় ওভারে সিরাজের (Md. Siraj) বলে সহজ ক্যাচ দিয়েছিলেন আসিফ। শর্ট কভারে দাঁড়ানো কোহলি সেই ক্যাচ ফেলে দেন। কিন্তু পরে সেই আসিফই আউট হন বিরাটের হাতে। শর্ট কভারে ফিল্ডিং করার সময় এক হাতে দারুন ক্যাচ নেন বিরাট কোহলি। 

আর এই ক্যাচ নেওয়ার পরই নয়া রেকর্ড গড়লেন কোহলি। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ধরলেন ১৪৩তম ক্যাচ। এক দিনের ক্রিকেটে ক্যাচের সংখ্যায় নিউজিল্যান্ডের রস টেলরকে টপকে গেলেন তিনি। টেলরের ক্যাচের সংখ্যা ১৪২টি। ক্রিকেটারদের মধ্যেও এখনও শীর্ষে উঠতে পারেননি কোহলি।কারণ, ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ক্যাচের সংখ্যা ১৫৬টি। আর আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ক্যাচ ধরার নজির রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনের। তিনি মোট ২১৮টি ক্যাচ ধরে ছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং, তাঁর ক্যাচ ধরার সংখ্যা ১৬০টি। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। 

তবে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। শচীন তেন্ডুলকার রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর ক্যাচ ধরার সংখ্যা ১৪০টি।