Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

কোভিশিল্ড তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা

Updated : 8 May, 2024 6:36 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

কলকাতা: কয়েকদিন আগেই কোভিশিল্ড টিকার (Covishield Vaccine) এক বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে অ্যাস্ট্রাজেনেকা, যার নাম টিটিএস (TTS)। অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে সম্প্রতি মামলা হয়েছে। সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তাদের তৈরি কোভিশিল্ড টিকা থেকে টিটিএস বা থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপিনিয়া সিনড্রোম দেখা দিতে পারে। এই সিনড্রোমে রক্তবাহের মধ্যে রক্ত জমাট বেঁধে যায় এবং প্লেটলেট কমতে থাকে। এই অভিযোগ সম্প্রতি স্বীকার করেছে অ্যাস্ট্রাজেনেকা। তারা জানিয়েছে খুবই বিরল ক্ষেত্রে টিটিএস দেখা দিতে পারে। এই স্বীকারোক্তির পরেই বিশ্বব‍্যাপি তুমল শোরগোল পড়ে যায়। এই আবহেই বাজার থেকে কোভিড টিকা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল অ্যাস্ট্রাজেনেকা।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গোটা বিশ্বের বাজার থেকে অ্যাস্ট্রাজেনেকার (Astrazeneca) তৈরি ‘ভ্যাক্সজেভরিয়া’, কোভিশিল্ড-সহ অন্যান্য আরও যা করোনা টিকা রয়েছে, তা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ‘ভ্যাক্সজেভরিয়া’ টিকা তুলে নেওয়ার জন্যে গত ৫ মার্চ আবেদন জানিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। আর ৭ মে থেকে সেই টিকা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।