ডায়মন্ড হারবারে মণ্ডপ সেজেছে অস্কার জয়ী সত্যজিতের সৃষ্টিতে
ডায়মন্ড হারবার: বাঙালির গর্ব, খ্যাতি, পরিচয় সবটা জুড়ে আছেন যাঁরা তাদের মধ্যে অন্যতম সেরা সত্যজিৎ রায়। তাঁকে শ্রদ্ধা নিবেদনে ডায়মন্ড হারবার নিউটন সার্বজনীন দুর্গোৎসব কমিটির ভাবনা অপরাজিত সত্যজিৎ৷ গোটা মন্ডপ জুড়ে রয়েছে সত্যজিৎ রায়ের সৃষ্টি গুপিগাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে সহ বহু চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যের ছবি।
আধুনিক ভারতের ডিজিটাল অগ্রগতির স্রোতে ভেসে যাওয়া নয়, সাবেকিয়ানার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে বহন করাই লক্ষ্য, দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৫৬ তম বর্ষে এবারে মূল মণ্ডপটি তৈরি হয়েছে বহু পুরনো দালান বাড়ির আদলে। সেই পুরনো দালান বাড়ি যার দেওয়াল থেকে কিছু অংশ খসে খসে পড়ছে। মন্ডপের মধ্যে প্রতিমাতেও সত্যজিৎ রায়ের সৃষ্টিকে তুলে ধরা হয়েছে। যেভাবে অপু মা দুর্গার মধ্যে নিজের দিদিকে দেখতে পেয়েছিল ঠিক সেই ভাবে এই পূজা মণ্ডপেও রয়েছে সেই অপু , যে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মা দুর্গার দিকে, আর মায়ের মধ্যে দেখতে পাচ্ছে নিজের দিদিকে।