Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

‘প্রজাপতি’-র পর ফের বড়পর্দায় দেব-মিঠুন জুটি!

Updated : 6 Feb, 2024 7:47 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: অভিজিৎ সেন (Abhijit Sen) পরিচালিত ‘প্রজাপতি’ (Projapoti) ছবিতে বাবা-ছেলের জুটিতে দেব-মিঠুনকে বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। বক্স অফিসে ভালোই সফলতা পেয়েছিল এই ছবি। বেশ কিছুদিন ধরেই টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে প্রজাপতি ছবিটির সিক্যুয়েল আসতে চলেছে। অর্থাৎ বড় পর্দায় আরও একবার দেখা যাবে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেবের (Dev) জুটিকে।

সম্প্রতি এই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে প্রযোজক অতনু রায়চৌধুরী (Atanu Raychaudhuri) মুখ খুলেছেন। তিনি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় প্রজাপতির সিক্যুয়েলের (Projapoti Sequel) খবর ছড়িয়েছে আমিও শুনেছি। কেউ বলছেন প্রজাপতির সিক্যুয়েল আসবে, কেউ বলছেন প্রধানের। কিন্তু এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তাই হ্যাঁ বা না কোনওটাই বলতে চাই না। তবে তাঁদের এবারের বড়দিনের ছবিতেও যে দেব থাকছেন মুখ্য ভূমিকায় সেটা নিশ্চিত। কিন্তু গল্প কী, মিঠুনের সঙ্গে দেবের জুটি ফিরছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেননি অতনু।