বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, সুযোগ পেলেন ভারতীয় বংশোদ্ভূত তনবীর
মেলবোর্ন: বিশ্বকাপ (CWC 2023) শুরু হতে আর মাস দুয়েক বাকি। এখনই বহু প্রতীক্ষিত সেই টুর্নামেন্টের ১৮ জনের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া (Australia)। এই ১৮ জনই দক্ষিণ আফ্রিকা (South Africa) এবং ভারতের (India) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে। এদের মধ্যে থেকে বিশ্বকাপের ঠিক আগে বেছে নেওয়া হবে চূড়ান্ত ১৫ জনকে।
এই স্কোয়াডে জায়গা পেলেন না মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। টেস্ট ক্রিকেটে আইসিসি (ICC) ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর ব্যাটার তিনি। অস্ট্রেলিয়ার একদিনের দলেও নিয়মিত সদস্য ছিলেন। অভিষেক ঘটার পরে দেশের ৩৮টা ওয়ান ডে-র মধ্যে ৩০তেই খেলেছেন তিনি। কিন্তু টেস্টের মতো সফল এই ফর্ম্যাটে নন লাবুশেন। তাঁর ব্যাটিং গড় মাত্র ৩১.৩৭।
মিচেল স্টার্কের (Mitchell Starc) চোট রয়েছে তা সত্ত্বেও দলে রাখা হয়েছে তাঁকে। ৫০ ওভারের ফর্ম্যাটে নিঃসন্দেহে তিনি বিশ্বের অন্যতম সেরা। আশা করা যায় বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন। এদিকে লাবুশেন বাদ পড়লেও আর এক টেস্ট তারকা স্টিভ স্মিথ (Steve Smith) কিন্তু দলে জায়গা পেয়েছেন। অধিনায়ক প্যাট কামিন্সেরও (Pat Cummins) সুস্থ হতে ছ’ সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি।
নতুন মুখ হিসেবে ১৮ জনের দলে ঠাঁই হল তনবীর সাঙ্ঘার (Tanvir Sangha)। ভারতীয় বংশোদ্ভূত তনবীরের বাবা পেশায় একজন ট্যাক্সিচালক এবং মা অ্যাকাউন্ট্যান্ট। ২১ বছর বয়সি তনবীর লেগ স্পিন করেন এবং ডান হাতে ব্যাট করেন। ২০২০ সালে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছিলেন। অজি দলে তিনি ছাড়াও স্পিনার হিসেবে রয়েছেন অ্যাডাম জাম্পা, অ্যাশটন অ্যাগার।
অস্ট্রেলিয়ার ১৮ জনের দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাঙ্ঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।