Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

বিশ্বকাপে অস্ট্রেলিয়ান ভক্ততের মুখে ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান

Updated : 29 Oct, 2023 4:14 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

ধরমশালা: এ যেন রুদ্ধ্বশ্বাস লড়াই। ভারতের (India) ম্যাচ নয়, তা সত্ত্বেও ধরমশালার গ্যালারি কার্যত ভিড়ে ঠাসা। সেঞ্চুরীর পাল্টা সেঞ্চুরী নিউজিল্যান্ডের। অস্ট্রেলিয়া (Australia) বনাম নিউজিল্যান্ড (New Zealand) ম্যাচে রানের ফুলঝুরি ধরমশালায় (Dharamshala)। তবে শেষ রক্ষে হল না। এদিন ধরমশালায় জয়ের ধারা অব্যহত রেখেই এগিয়ে গেল টিম অস্ট্রেলিয়া।

এদিন এই হাইভোল্টেজ ম্যাচের মধ্যে হঠাতই অস্ট্রেলিয়ার সমর্থকদের মুখে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি শোনা গেল। পরে ‘জয় সিয়া রাম’ স্লোগানও শোনা যায় তাঁদের মুখে। এদিকে একই সঙ্গে ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও গলা মেলান সেই কোরাসে। এই স্লোগান দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ব্যক্তিটি চিৎকার করে বেশ কয়েকবার ‘ভারত মাতা কি’ স্লোগান দিচ্ছেন।