হাসিনার চরিত্রের জন্য কত পারিশ্রমিক নিলেন অপু!
ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অবন্তী বিশ্বাস ওরফে অপু (Apu Biswas)। দু’দশকের বেশি অভিনয় জীবন তাঁর। এক সময় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ছবি করেছেন। যদিও সন্তানের জন্মের পর সিনেমার কাজ তিনি কমিয়ে দিয়েছেন। সম্প্রতি জানা গেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে অপুকে। পরিচালক সলমন হায়দারের (Salman Haider) ছবিতে শেখ হাসিনার (Sheikh Hasina) চরিত্রে দেখা যাবে অপু বিশ্বাসকে, এমনটাই জানিয়েছেন পরিচালক। ছবিতে অপুর চরিত্রের নাম ‘হাসু’। সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছেন অভিনেত্রী।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল সলমন হায়দারের ‘মুজিব: একটি জাতির রূপকার’। শুধু পড়শি দেশ নয়, এপার বাংলাতেও ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল। এবার বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের কাহিনি অবলম্বনে পরিচালক তৈরি করছেন ‘শেখ রাসেলের আর্তনাদ’। রাসেলের দৃষ্টিভঙ্গি উঠে আসবে ছবিতে।