Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Bangla Bandh | Kurmi Protest | কুড়মিদের দাবির বিরুদ্ধে ৮ জুন বাংলা বনধের ডাক আদিবাসীদের

Updated : 2 Jun, 2023 8:30 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

ঝাড়গ্রাম: আগামী ৮ জুন বাংলা বনধ ডাকল ইউনাইটেড আদিবাসী ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। কুড়মিদের তফসিলি জাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবির বিরুদ্ধে এই বাংলা বনধের ডাক দিয়েছে ওই সংগঠন। তবে উদ্যোক্তারা রেলকে এই  বনধের  আওতার বাইরে রেখেছে। যদিও প্রথমে সংগঠনের তরফে জানানো হয়েছিল জরুরি পরিষেবা-সহ সমস্ত কিছু বনধের আওতায় থাকবে। রেল এবং সড়ক অবরোধেও নামবেন তাঁরা। পরে শুক্রবার ওই ফোরামের তরফে বাঁকুডার পাটপুর প্লেয়ার্স কর্নারে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় রেল ও জরুরি পরিষেবাকে বনধের আওতা থেকে বাদ দেওয়া হচ্ছে। সংগঠনের দাবি, জঙ্গলমহলের বিভিন্ন জেলা-সহ রাজ্যের সর্বত্র বনধকে সমর্থন করবে আদিবাসী সমাজ। 

গত কয়েক মাস ধরে কুড়মি সমাজ তাদের তফসিলি জাতি হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলন করছে জঙ্গলমহলে। কলকাতাতেও তারা গত কয়েকমাসে দু’তিন বার বিশাল মিছিল করেছে একই দাবিতে। সম্প্রতি জঙ্গলমহলে কুর্মীদের আন্দোলন আরও গতি পেয়েছে। এর আগে কুড়মিরা টানা চার দিন রেল অবরোধ করায় জঙ্গলমহলে রেলের বিভিন্ন ডিভিশনে ট্রেন চলাচল মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছিল। ইদানিং কুড়মিরা বিভিন্ন রাজনৈতিক নেতাকে ঘেরাও করে তাদের দাবি দাওয়া সম্পর্কে জানতে চাইছে। কয়েকদিন আগে বিজেপি সাংসস দিলীপ ঘোষের খড়্গপুরের বাংলো ঘেরাও এবং ভাঙচুর করে কুড়মি রা। দিলীপের অভিযোগ ছিল ওই ঘটনার পিছনে শাসকদলের মদত রয়েছে। পাল্টা জনসংযোগ যাত্রায় নেমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কুড়মিদের  আবারও দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করা উচিত।

এরই মধ্যে গত ২৬ মে গড় শালবনিতে অভিষেকের গাড়ি বেরিয়ে যাওয়ার পরেই তাঁর কনভয়ে হামলা চলে। মন্ত্রী বীরবাহা হাঁসদা-সহ অনেক তৃণমূল নেতা কর্মীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। পরের দিন শালবনিতে তৃণমূলের এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গতকালের হামলা কুড়মিরা করেছে বলে আমি মনে করি না। এই হামলা করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী একথা বললেও ওই হামলা ঘটনা এখনও পর্যন্ত ১১ জন নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।