Placeholder canvas
কলকাতা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock

স্বামীর সঙ্গে দূরত্বের মধ্যেই ফের মা হলেন পরীমণি

Updated : 11 May, 2024 6:46 PM
AE: Pratyay Das
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

ঢাকা: বাংলাদেশী অভিনেত্রী (Bangladesh Film Actress) পরীমণি (Pori Moni)জীবনে ঝড়ের যেন শেষ নেই। মাদক বিতর্ক থেকে বেরিয়ে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সুখেই সংসার করছিলেন। কোল আলো করে এসেছিল পুত্র সন্তান রাজ্য। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি অভিনেত্রীর। গত একবছর ধরে স্বামী শরিফুলের সঙ্গে দূরত্ব বেড়েছে। সেই মান-অভিমানের মধ্যেই পরীমণির জীবনে এল ফুটফুটে সন্তান। অভিনেত্রীর ঘরে এল ফুটফুটে এক কন্যা সন্তান।

তবে এই কন্যাসন্তান দত্তক সন্তান। সমস্ত নিয়ম মেনেই ফুটফুটে এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন পরী। আদর করে মেয়ের নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। ছেলে পুণ্যকে নিয়ে এমনিতেই পরীমণির ব্যস্ত জীবন। শুটিং, বিজ্ঞাপনী কাজ সব সামলে ছেলে রাজ্যের দায়িত্বও একাই সামলান। এবার ঘরে মেয়েকে নিয়ে এলেন। তবে এই মুহূর্তেই মেয়ের ছবি প্রকাশ্যে আনতে ইচ্ছুক নন অভিনেত্রী।