
বাঁকুড়ায় গ্যাস বিতরণ শিবিরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ
বাঁকুড়া: উজ্জলা যোজনায় গ্যাস বিতরণ শিবিরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ। ঘটনাটি বাঁকুড়ার ছাতনা ব্লকের শালডিহা গ্রাম পঞ্চায়েতের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি, হাতে গোনা কয়েকজন তৃণমূল নেতা গন্ডগোলের চেষ্টা করলে স্থানীয়রা প্রতিরোধ করে তাঁদের তাড়িয়ে দিয়েছে। কিন্তু পাল্টা তৃণমূলের দাবি, একশো দিন প্রকল্পের টাকা না দেওয়ায় গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু এখন উনি তৃণমূল বলে দাবি করছেন।
সম্প্রতি বাঁকুড়ার গ্রামে গ্রামে শিবির করে উজ্জলা যোজনার গ্যাস বিতরণ কর্মসূচী চলছে। শনিবার বিকেলে বাঁকুড়ার ছাতনা ব্লকের শালডিহা গ্রাম পঞ্চায়েতের বসেছিল সেই শিবির। বিকালে সেখানে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। কেন্দ্রীয় মন্ত্রী গ্রামে পৌঁছাতেই শুরু হয় গন্ডগোল। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েক জনের সঙ্গে তুমুল বচসা চলছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর।