Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

অভিধানে ‘বাজবল’, আবর্জনা বললেন অজি ক্রিকেটার  

Updated : 2 Nov, 2023 6:53 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Subhadeep Banerjee

লন্ডন: ইংরেজি অভিধানে যোগ হল ‘বাজবল’ (Bazball)। এ বছরের জুন-জুলাই মাসে অ্যাশেজ সিরিজ (Ashes Series) চলাকালীন বহুল চর্চিত হয়েছিল এই শব্দটি। টেস্ট খেলার চিরাচরিত রক্ষণশীল প্রথা ভেঙে আক্রমণাত্মক ক্রিকেট খেলাকেই বাজবল বলে অভিহিত করা হয়েছে। এই ব্র্যান্ডের ক্রিকেট খেলে ইংল্যান্ড (England)। তাদের টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের (Brendon McCallum) ডাকনাম বাজ (Baz)। তিনিই ইংরেজদের আক্রমণাত্মক ক্রিকেট খেলায় অনুপ্রাণিত করেছে। সেখানে থেকেই বাজবল শব্দের জন্ম।

সেই শব্দ এবার জায়গা করে নিল ইংল্যান্ডের বিখ্যাত কলিন্স ডিকশনারিতে (Collins Dictionary)। বাজবলকে বছরের সেরা নতুন শব্দের জন্য মনোনয়নও দিয়েছিল তারা। যে তালিকায় ছিল ‘গ্রিডফ্লেশন’, ‘ডিইনফ্লুয়েন্সিং’ এবং এআই-এর (AI) মতো শব্দ। সেরার তকমা জোটে এআই-এর কপালে।

এদিকে বাজবলের কলিন্স অভিধানে জায়গা পাওয়া নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) ব্যাপারটাকে স্রেফ ‘আবর্জনা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এর মানে আদৌ কী আমি জানি না। ভারতের সাংবাদিকরা স্টিভ স্মিথকে (Steve Smith) অভিধানে যোগ হওয়ার কথা জানালে তিনি মজাচ্ছলে বলেন, সত্যি বলতে আমাদের কোচ এই শব্দ শুনে ক্লান্ত।

অজিদের বাজবল শব্দে অরুচি আসাই স্বাভাবিক। শেষ অ্যাশেজ সিরিজে তারা ২-০ এগিয়ে থেকে ২-২ ড্র করে। ম্যাঞ্চেস্টারে তৃতীয় টেস্ট বৃষ্টির জন্য ভেস্তে না গেলে ইংল্যান্ড ৩-২ জিতত। অস্ট্রেলিয়া সিরিজ ড্র করে অ্যাশেজ ট্রফি দখলে রাখলেও ক্রিকেট মহলের বিস্ময় ও প্রশংসা আদায় করে নিয়েছিল বেন স্টোকসের দল (Ben Stokes)। ম্যাককালাম কোচ হওয়ার পরে ১২টা টেস্টের ১০টাই জিতেছে ইংল্যান্ড। তাদের ওভারপিছু রান ৪.৭৬ যা পৃথিবীর যে কোনও দলের থেকে ১ বেশি।

Tags: