Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ |
K:T:V Clock

গৌরবের ২০২৪! বিশেষ পুরষ্কার পেলেন শচীন, বুমরা, স্মৃতিরা

Updated : 2 Feb, 2025 8:24 PM
AE: Parvej Khan
VO: Tosmina Khatun
Edit: Mousumi Biswas

ওয়েব ডেস্ক: একই মঞ্চে পুরষ্কৃত হলে শচীন, বুমরা, স্মৃতি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বসল চাঁদের হাট। মুম্বইয়ের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিলেন ভারতের ক্রিকেট জগতের বর্তমান ও প্রাক্তন তারকারা। শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীর মতো কিংবদন্তি থেকে শুরু করে বর্তমান তারকা ক্রিকেটাররাও ছিলেন সেখানে। পুরুষ ও মহিলা ক্রিকেটের পাশাপাশি নতুন প্রজন্মের ক্রিকেটারদেরও সম্মানিত করা হয় এই বিশেষ মঞ্চে।

শেষদিকে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হলেও সার্বিকভাবে ২০২৪ ছিল ভারতীয় ক্রিকেটের সাফল্যের বছর। ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারত জিতেছে টি-২০ বিশ্বকাপ। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে দুর্দান্ত পারফর্ম করেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ৭৭টি আন্তর্জাতিক উইকেট নিয়ে তিনি হয়ে উঠেছেন বছরের অন্যতম সেরা বোলার। তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বুমরা। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও তাঁকে ‘বর্ষসেরা পুরুষ ক্রিকেটার’-এর খেতাব দিল।

ভারতের মহিলা ক্রিকেটেও ২০২৪ সালটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ গতবছর স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) তাঁর ব্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ করেছেন ভক্তদের। একদিনের ক্রিকেটে ভারতের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে তিনি ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি মিতালি রাজকে। শুধু ব্যাট হাতে নয়, অধিনায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তাই আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার জেতার পর এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও তাঁকে ‘বর্ষসেরা মহিলা ক্রিকেটার’-এর খেতাব দিল।