Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

স্বাস্থ্যসাথী কার্ডে দালালচক্র রুখতে ময়দানে বিডিও

Updated : 9 Feb, 2024 5:14 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

মালদহ: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দালালচক্রের ঘটনা অভিযোগ। মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বর এলাকায় এই খবর সামনে আসতেই নড়েচড়ে বসল প্রশাসন। ওই ব্লকের বিডিও করমবীর কেশব ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এলাকায় থাকা সমস্ত অবৈধ দখল জেসিবি দিয়ে ভেঙে দিল প্রশাসন। এমনকী প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকা জুড়ে যারা দালালি করছে, তাদের চিহ্নিত শুরু করেছে প্রশাসন। বেশকিছু দালালকে ইতিমধ্যে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানিকচক থানায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল এলাকায়। যদিও ব্লক প্রশাসনের দাবি, ব্লক চত্বরে কোনও ধরনের দালাল চক্র বরদাস্ত নয়। কোনও অবৈধ দখলদারিও বরদাস্ত করা হবে না।

জানা গিয়েছে, গত বুধবার ব্লক প্রশাসনিক ভবনে স্বাস্থ্যসাথী কার্ড করতে এসে ঘুরে যেতে হয় বেশকিছু উপভোক্তাদের। সেইসময় ব্লক চত্বরে থাকা দালালেরা তাঁদের কাছে ৭০০ টাকা দিলেই কার্ডের সমস্যার সমাধান হয়ে যাবে এবং কার্ড পাবে বলে জানায়। দলালচক্রের এই অভিযোগ, প্রশাসনিক আধিকারিকদের কানে পৌঁছতেই নড়েচড়ে বসে প্রশাসন। এদিন বিডিও করমবীর কেশব যেন অন্য রূপে আসরে নামেন। জেসিবি নিয়ে অবৈধ দখলদারি ভেঙে দিয়ে শুরু হয় কাজ। ব্লক প্রশাসনিক ভবন সংলগ্ন দেওয়াল ঘেষে থাকা সমস্ত অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ দেন। ঘটনাস্থলে ডাকা হয় মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার সহ বিশাল পুলিশ বাহিনীকে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দেয় মানিকচক থানার পুলিশ।