Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

রোজ নিয়ম করে টোনার লাগান এইভাবে, ত্বক হবে উজ্জ্বল ও টানটান

Updated : 19 Oct, 2023 6:58 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandal
Edit: Silpika Chatterjee

কলকাতা: ত্বকের (Skin) সমস্যা কমবেশি সকলেরই আছে। দূষণ, রোদ, ঘাম আর ঘন ঘন আবহাওয়া পরিবর্তনের কারণে ত্বকেও অনেক রকম সমস্যা দেখা দেয়। তৈলাক্ত ত্বকের (Oily Skin) একরকম সমস্যা, শুষ্ক ত্বকের এরকম। আর সেনসিটিভ ত্বকের একরকম সমস্যা দেখা দেয়। তবে, ত্বক সুন্দর রাখতে গেলে ত্বকের যত্ন নিতে হবে। এর জন্য গাদা গাদা পয়সা খরচ করে পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে সামান্য যত্ন নিলেই ত্বক থাকবে উজ্জ্বল এবং টানটান। জেনে নিন কী করবেন?

১) নিয়ম করে টোনার ব্যবহার করতে হবে। যাঁরা ত্বকের যত্ন নিয়ে সামান্য চিন্তাভাবনা করেন, তাঁরা টোনার ব্যবহার করেন। টোনার ত্বকের উপকার করে। যদি হঠাৎ করেই দেখেন যে মুখ তৈলাক্ত হয়ে যাচ্ছে বা বেশি শুষ্ক হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে মুখের পিএইচ ভারসাম্য ঠিক নেই। যদিও বেশিক্ষণ এসির মধ্যে থাকলেও এই একই সমস্যা হতে পারে। পিএইচ ভারসাম্য নষ্ট হলে ত্বকের ক্ষতি হয় সবচেয়ে বেশি। ত্বকে নানা সমস্যা হবে,ব্রণ-অ্যালার্জির প্রকোপ বাড়বে। আর তাই মুখের এই পি এইচ ভারসাম্য বজায় রাখতে রোজ নিয়ম করে টোনারের ব্যবহার করতে হবে।

২) টোনার মুখকে টোনড রাখবে, চট করে বুড়িয়ে যেতে দেবে না। বজায় থাকবে স্বাভাবিক তারুণ্য। মুখে বয়সের ছাপ পড়বে না। তাই রোজ নিয়ম করে টোনার ব্যবহার করুন। যাঁরা দীর্ঘক্ষণ এসির মধ্যে থাকেন তাঁদের জন্য আরও বেশি প্রয়োজন রয়েছে এই টোনারের।

৩) সারাদিন পর আমাদের শরীরের পাশাপাশি আমাদের ত্বকেও ক্লান্তির ছাপ পড়ে। ত্বকে ক্লান্তির ছাপ পড়লে তা চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে। তাই ত্বককে ক্ষতির হাত থেকে বাঁচাতে অবশ্যই টোনার ব্যবহার করুন। টোনার ব্যবহার করলে তা ত্বককে ভিতর থেকে আর্দ্রতা জোগায়। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে টোনার লাগাতে পারেন আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ধুয়ে টোনার ব্যবহার করতে পারেন।