Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

পুজোর আগে শেষ কদিন ত্বকের যত্ন নিন এইভাবে

Updated : 17 Oct, 2023 6:37 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: পুজো (Durga Puja 2023) আসতে বাকি আর ৫ দিন। তবে উৎসব প্রায় শুরু হয়ে গিয়েছে। আর বাঙালির উৎসব মানেই জমিয়ে সাজগোজ। কিন্তু, পুজো শুরু হওয়ার আগেই ত্বকেও (Skin) তো জেল্লা ফিরিয়ে আনতে হবে। পুজোর কটাদিন যাতে মুখে কোনও ব্রণ, র‍্যাশ না বেরোয় সেদিকে খেয়াল রাখতে হবে। এর জন্য ত্বকের স্বাস্থ্য বজায় রাখাও দরকার। তবে ত্বকের যত্ন নিতে সব সময়ে যে পার্লারে যাওয়ার দরকার আছে, তা নয়। বাড়ি বসেই সব ধরনের ত্বকের যত্ন নেওয়া সম্ভব। তাই শেষ মুহূর্তে কীভাবে ত্বকের যত্ন নেবেন? জেনে নিন-

১) ক্লিনজিং, ময়েশ্চারাইজিং ও সানস্ক্রিন—এই তিন বিষয় ভুললে চলবে না। সানস্ক্রিন ছাড়া রোদে বেরোবেন না। যদি তৈলাক্ত ত্বক হয়, তাহলে সালিসিলিক বা গ্লাইকোলিক অ্যাসিড সমৃদ্ধ এক্সফোলিয়েটিং ফেসওয়াশ বেছে নিন। আর ব্যবহার করুন জেল বেসড সানস্ক্রিন। অন্যদিকে, শুষ্ক ত্বকে মাইল্ড ক্লিনজার ও ক্রিম বেসড ময়েশ্চারাইজিং ও সানস্ক্রিন মাখুন।

২) হাইড্রেট থাকুন। আপনার শরীর যদি হাইড্রেটেড থাকে, তাহলে ত্বকেও তার জেল্লা ফুটে ওঠে। এমনকী উৎসবের দিনেও পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে।

৩) পুজোর মুখে নতুন প্রসাধনী ব্যবহার করবেন না। শেষ মুহূর্তে প্রসাধনীর কারণে ত্বকে র‍্যাশ বেরোলে, পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। তাই পুজোর সময় কোনও নতুন পণ্য ব্যবহার নয়।