মঙ্গলবারও স্তব্ধ টলিপাড়া, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ দাবি পরিচালকদের
সোমবারের পর মঙ্গলবারও স্তব্ধ টলিপাড়া (Film Industry Tollygunge Studio-Para)। এদিনও সকাল থেকে স্টুডিও পাড়ায় বন্ধ সিনেমা সহ সমস্ত ধারাবাহিকের কাজ। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে (Director Rahul Mukherjee) নিয়ে ফেডারেশনের (Federation Technicians) জেদ অব্যাহত। কর্মবিরতিতে অনড় থাকার কথা জানিয়ে দিলেন পরিচালকরা। টেকনিসিয়ানদের সংগঠন ‘ফেডারেশন’ও নমনীয় হবে না তা সোমবার সাংবাদিক বৈঠকেই বুঝিয়ে দিয়েছে। সোমবার রাতে পাল্টা, পরিচালকরাও জানিয়ে দেন তাঁরাও নিজেদের অবস্থান থেকে সরছেন না। এই অচলাবস্থা কাটাতে মধ্য়স্থতার জন্য় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ দাবি করলেন তাঁরা। জট না কাটায় মঙ্গলবারও টলিপাড়ায় চলছে না শ্যুটিং।
অচলাবস্থা কাটাতে সমাধান খুঁজতেই সোমবার দুপুরে প্রায় দু’ঘণ্টা ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকদের বৈঠক। যেখানে উপস্থিত থাকেন টলিপাড়ার প্রথম সারির একগুচ্ছ পরিচালকেরা। সোমবার বিকেলেই টেকনিশানরা সমাধান সূত্র বার করতে ফের একবার বৈঠকে বসেছিলেন। কিন্তু বৈঠকের পরও কাটেনি জট। তারা একটাই দাবি, রাহুলকে তারা মেনে নেবেন না। পরিচালক রাহুল মুখ্যোপাধ্যায়কে ক্রিয়েটিভ ডিকেক্টর হিসেবে কাজ করতে হবে। ফেডারেশনের তরফে অভিযোগ ছিল, পরিচালকদের একাংশ ‘ষড়যন্ত্র’ করে সোমবার শুটিং বন্ধ করেছেন। তার পর সন্ধ্যায় সেখানেই পাল্টা বৈঠকে বসে ডিরেক্টর্স গিল্ড। পরিচালকদের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অঞ্জন দত্ত (Anjan Dutt), শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee), অরিন্দম শীল, রাজ চক্রবর্তী-সহ অনেকেই।