Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Panchayat Election 2023 | মমতাই মুখ, কেষ্টহীন বীরভূমে অপ্রতিরোধ্য তৃণমূল

Updated : 12 Jul, 2023 11:52 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

বোলপুর: অনুব্রতহীন বীরভূমে জয় জয়কার তৃণমূলের। জেলা পরিষদের ক্ষমতা ধরে রাখল শাসকদল। বীরভূম জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে ৫১টি জেলা পরিষদের আসন পেল তৃণমূল। বীরভূমের পঞ্চায়েত সমিতিগুলোতেও সবুজ ঝড় অব্যাহত। ১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৯টি আসনেই তৃণমূল জয়ের ধারা অব্যাহত থাকল। কেষ্টহীন বীরভূমে জেলার দায়িত্ব নিজের হাতে রেখেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ১৬৭। তারমধ্যে ১৫৭টি আসন দখলে রাখল তৃণমূল। ৮টি গ্রাম পঞ্চায়েত বিজেপি এবং ২টি বাম-কংগ্রেসের দখলে। 

রাজনৈতিক মহলের মতে, গ্রাম পঞ্চায়েতের সংখ্যা আরও বাড়তে পারে তৃণমূলের ঘরে। বাম-কংগ্রেস জোটের পর এবার ৮টি পঞ্চায়েত দখল করল বিজেপি। মহম্মদ বাজার ব্লকের রামপুর ও কাপিষ্ঠা পঞ্চায়েত গেল বিজেপির দখলে। ৮ আসন বিশিষ্ট রামপুর পঞ্চায়েতে ৭টি আসন পেয়ে জয়লাভ করেছে বিজেপি। তৃণমূল পেয়েছে ১ টি আসন। অন্যদিকে ১০ আসন বিশিষ্ট কাপিষ্ঠা পঞ্চায়েতে বিজেপি পেয়েছে ৬টি আসন ও টিএমসি পেয়েছে ৪টি আসন। পাশাপাশি সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত ১৭ আসন বিশিষ্ট করিধ্যা পঞ্চায়েতে ৯টি আসনে জয়ী হয়ে পঞ্চায়েত দখল করল বিজেপি। বাকি ৮টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস।

এছাড়া খয়রাশোল ব্লকের ১৪ আসন বিশিষ্ট  লোকপুরে ৭টি আসনে জয়ী হয়ে পঞ্চায়েত দখল করল বিজেপি। অন্যদিকে এই পঞ্চায়েতে তৃণমূল পেয়েছে ৫ টি আসন, ২টি আসন পেয়েছে নির্দল। সাঁইথিয়ার ৮ আসন বিশিষ্ট দেরিয়াপুর পঞ্চায়েতে ৬ টি আসনে জয়ী হয়ে পঞ্চায়েত  দখল করে বিজেপি। এই পঞ্চায়েতেই তৃণমূল জয়ী হয়েছে দুটি আসনে। রামপুরহাটের ১৩ আসন বিশিষ্ট কষ্টগড়া গ্রাম পঞ্চায়েত গেল বিজেপির দখলে। ৭টি বিজেপি। তৃণমূল ৩টি। জোট ৩টি। রামপুরহাট বিধানসভার অন্তর্গত ১৬ আসন বিশিষ্ট মল্লারপুর ১ নম্বর পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপি পেয়েছে ৯টি আসন। অন্যদিকে তৃণমূল পেয়েছে ৭টি আসন। আঙ্গারগড়িয়ায়  মোট আসন সংখ্যা ১২ টি। বিজেপি পেয়েছে ৬টি। তৃণমূল ৫টি, ১টি সিপিআইএম। 

অনুব্রতহীন বীরভূমে এবার দুটি পঞ্চায়েত দখল করেছে বাম-কংগ্রেস জোট। নলহাটি ২নম্বর ব্লকের বাড়া ১ ও বাড়া ২ পঞ্চায়েত দখল করল বাম কংগ্রেস জোট। যেখানে বাড়া ১ পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে ১২ টিতে জয়ী হয়েছে জোট প্রার্থীরা। অন্যদিকে বাড়া ২ পঞ্চায়েতের ১৭ টি আসনের মধ্যে ১৪ টি তে জয়ী হয়েছে জোট প্রার্থীরা।