নিম্নমুখী পারদ, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: নিম্নমুখী পারদ, রাজ্য জুড়ে শীতের আমেজ (Bengal Winter Forecast )। সকাল সকাল কুয়াশার চাদরে ঢাকা কলকাতা সহ জেলা। শীতের পোশাকও নেমেছে আলমারি থেকে। এর মধ্যেই নতুন করে উত্তর-পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা আগামী ১২ ঘন্টায়। ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। তার নাম ফেঙ্গল। তবে অভিমুখ উত্তর পশ্চিম দিক। এই নিম্মচাপের সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। তবে আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টি পূর্বাভাস উপকূলের চার জেলাতে। ২৯ নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা (Bengal Rain Forecast) পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ৩০ শে নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। ১ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
আজ বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বৃহস্পতিবারও। সপ্তাহভর দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলাতে। কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ ,মনোরম আবহাওয়া। স্বাভাবিকের এক ডিগ্রি নিচে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজও ১৭ ডিগ্রির ঘরে। আগামী শনিবার পর্যন্ত ক্রমশ তাপমাত্রা বাড়তে পারে। আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি। কনকনে হাড় কাঁপানো ঠান্ডা।