Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

কবে যাবেন ছাঁদনাতলায় জানালেন মনামী

Updated : 13 Aug, 2024 3:23 PM
AE: Abhijit Roy
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

টলিউডের মোস্ট এলিজেবল সিঙ্গল লেডি মনামী ঘোষ (Monami Ghosh)। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী মনামী। বর্তমানে অভিনেত্রীর ভক্তদের প্রশ্ন কবে ছাদনাতলায় যাচ্ছেন মনামী। কার গলায় মালায় মালা পরাবেন অভিনেত্রী? সম্প্রতি নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এখন তিনি নিজের সময়টা অভিনয়ের জন্য দিতে চান। এই মুহূর্তে বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা নেই।

‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামী ঘোষ। এখন ছবির প্রচারের কাজে ব্যস্ত মনামী। আসন্ন ছবি নিয়ে মনামী জানান, ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে যে লুক ছিল, তা দেখে একদল প্রশংসা করেছেন। যাঁরা ছবি দেখেছেন, তাঁদের মধ্যে অনেকেই আবার ফোন করে প্রশংসা করেছেন। দর্শক এখন সব কিছুই জাজ করেন। একটা এত বড় ছবিতে অভিনয় করলাম। নিশ্চয়ই তুলনা হবে। তবে আশা করি, দর্শকের পছন্দ হবে। অভিনয়ের জন্য ট্রোলিং না হলেও সমালোচিত হয়েছিল।