Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

ওরাংওটাংয়ের সঙ্গে ঠোঁটের মিল! ব্যাপক ট্রোলড নুসরত

Updated : 30 Apr, 2024 6:52 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: নানান কারণে একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। ব্যঙ্গ, বিদ্রুপ, কটূকথা যেন কিছুতেই পিছু ছাড়ে না নুসরত জাহানের। সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট নিয়ে চর্চা চলতেই থাকে। আবার অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও কাটাছেঁড়া কম হয়নি। এবার ওরাংওটাংয়ের সঙ্গে ভিডিয়ো শেয়ার করতেই নেটপাড়ায় হাসির রোল উঠল।

রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে, একটি সবুজ জামা পরা ওরাংওটাংকে কোলে নিয়ে আদর করছেন তিনি। দু’জনকেই বেশ খোশমেজাজে দেখা গেল। অভিনেত্রীর কোলে উঠে ওরাংওটাংটিকে তাঁর গালে চুম্বন করতেও দেখা গিয়েছে। ভিডিয়োর শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, রবিবার সবার ভালো কাটুক, ভালোবাসা আর চুমু পাঠালাম।