Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

ডিসেম্বরের প্রথম শীতমাখা রবিবার উপভোগ বঙ্গবাসীর

Updated : 17 Dec, 2023 11:59 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: ডিসেম্বরের (December) প্রথম শীতমাখা রবিবার (Sunday)। এক ধাক্কায় পারদ আরও নামল। ছুটির (Holiday) মেজাজে বাড়তি পাওনা উপভোগ্য শীত (Winter)। শান্তিনিকেতন, পুরুলিয়ার মতো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে। দার্জিলিংয়ে, কালিম্পংয়ে বরফ পড়ছে। সব মিলিয়ে শীতের দাপুটে ব্যাটিং। যা চুটিয়ে উপভোগ করছেন বঙ্গবাসী। শৈলশহরে পর্যটকদের ভিড় বাড়ছে। এদিন চিড়িয়াখানা, ইকো পার্ক সহ বিভিন্ন জায়গায় ভিড় বাড়বে। সকাল থেকেই সেই ছবি ধরা পড়তে শুরু করেছে।

রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে যায়। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। আগের দিন শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যাও স্বাভাবিকের থেকে কম ছিল। ফলে রবিবার পারদ আরও এক ধাপ নেমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। মেঘমুক্ত থাকবে। এরপর আগামী দিগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীত আরও জোরকদমে ব্যাটিং করবে বলাই যায়। ডিসেম্বরের শুরুতে শীত জাঁকিয়ে বসতে পারেনি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার একাধিক জেলায় তাপমাত্রা বেড়ে গিয়েছিল। নিম্নচাপ সরতেই ভোল বদল আবহাওয়ার। এরপর শীতের খেলা কতটা জোরদার হয় সেটাই দেখার।