Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

২০২৩-এ ওটিটিতে নজর কাড়লেন যেসব বলি অভিনেত্রী

Updated : 25 Dec, 2023 5:06 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

মুম্বই: চলতি বছরে বলিপাড়ায় ওটিটিতে মুক্তি পেয়েছে জনপ্রিয় একাধিক ওয়েজ সিরিজ ও ছবি। বড়পর্দার একাধিক জনপ্রিয় অভিনেত্রী ২০২৩-এ ডেবিউ করেছেন ওটিটির দুনিয়ায় (OTT)। ওয়েজ সিরিজ-এর দুনিয়ায় পা রেখেই দর্শকদের মন জয় করেছেন তাঁরা। কলকাতা টিভি ডিজিটালের পক্ষ থেকে জানাবো বলিউডের এমন জনপ্রিয় ৫ জন অভিনেত্রীর কথা যাঁরা চলতি বছরে ওটিটির দুনিয়ায় বেশ জনপ্রিয় হয়েছেন।

সুস্মিতা সেন: বলি ছবির জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। চলতি বছরে ওটিটিতে পরপর দুটি কাজ করেছেন অভিনেত্রী। ‘আরিয়া ৩’ সিরিজ-এর পাশাপাশি পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘তালি’-তে রূপান্তরকামীর চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।

জাহ্নবী কাপুর: ‘বাওয়াল’ ছবিতে ‘নিশা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জিতেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। এই ছবিতে কুষ্ঠরোগীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী।

কাজল: নাইনটিজের ছবির রোমান্টিক নায়িকা কাজল (Kajol)। এর আগে একাধিক ওটিটি ছবিতে কাজ করেছেন তিনি। তবে চলতি বছরে ‘দ্য ট্রায়াল’ সিরিজে নয়নিকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে ভিন্ন মাত্ৰা জুড়েছেন অভিনেত্রী।