ভাঙড়ে আইএসএফ-এতে ভাঙন, তৃণমূলে যোগ বুথ সভাপতি
ভাঙড়: আইএসএফে ভাঙন। এবার ভাঙড়ের ভগবানপুরের নাটাপুকুর ৬০ নং বুথের আইএসএফ সভাপতি সফিকুল ইসলাম সহ বেশ কিছু কর্মী তৃণমূল যোগ দিলেন।ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা খাইরুল ইসলামের হাত ধরে যোগ দেয়।তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর এলাকায় একটা মিছিল করে তাঁরা। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মূলক কাজের জন্যই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে বলে জানান খাইরুল ইসলাম। যদিও ভগবান অঞ্চল আইএসেফ নেতা বাবুসোনা মোল্লা বলেন, ওরা নিজেদের লোক সাজিয়েই যোগদান করিয়েছে আমাদের কোন লোক তৃণমূলে যোগ দেয়নি।
কয়েক মাস পর লোকসভার নির্বাচন। তার আগে বদলাচ্ছে বঙ্গ রাজনীতির রঙ। বারাবারই বঙ্গ রাজনীতিতে ভাঙড় শিরোনামে রয়েছে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মনোনয়ন পর্ব থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে (Bhangar)। আইএসএফ (ISF) ও তৃণমূলের (Trinamool Congress) সংঘর্ষের জেরে প্রাণ গিয়েছে দুই দলেরই একাধিক কর্মীর। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে ভাঙড়ে আইএসএফ শিবিরে ভাঙনের শুরু হয়েছিল। অক্টোবরের ভগবানপুর অঞ্চলে প্রায় আইএসএফের বেশ কয়েকটি পরিবার যোগ দিয়েছিল তৃণমূলে।