Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

কলকাতা পুলিশের অধীনে ভাঙড়ের ৪ থানা, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Updated : 8 Jan, 2024 7:49 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: আজ থেকেই কলকাতা পুলিশের (Kolkata Police) অধীনে এল ভাঙড়। ধনধান্য অডিটোরিয়াম থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের আওতায় এল ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর থানা। কলকাতার বেশকিছু থানা ও গোয়েন্দা দফতরের কয়েকজন দাপুটে অফিসারদের বদলি করা হয়েছে ভাঙড়ে। চারটি থানার পাশাপাশি ভাঙড় ট্র্যাফিক গার্ড এদিন থেকে যাত্রা শুরু করল। প্রায় ২০০ বেশি পুলিশ আজ থেকে ভাঙড়ের আইনশৃঙ্খলার দায়িত্বে নিযুক্ত থাকবে।

পঞ্চায়েত ভোটে দিন ঘোষণার পর থেকে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় (Bhangar)। রাজনৈতিক হিংসায় বোমা বারুদের স্তূপে পরিণত হয়েছিল। প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন রাজনৈতির কর্মী। ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছিল। এরপরই গত বছর ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনতে বিনীত গোয়েলকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকে কলকাতা পুলিশের অধীনে আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু করল ভাঙড়। আপাতত বারুইপুর পুলিশ জেলার ভাঙড় (Bhangar PS) ও কাশীপুর থানাকে ভেঙে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ৪টি থানা করা হচ্ছে। ভাঙড় থানাকে ভেঙে ভাঙড় ও চন্দনেম্বর থানা (Chandaneshwar PS), অন্যদিকে কাশীপুর থানাকে ভেঙে পোলেরহাট (Polerhat PS) ও উত্তর কাশীপুর থানা (Uttar Kashipur PS) করা হচ্ছে।