১০০ কোটির ক্লাবে ‘ভুলভুলাইয়া ৩’
কলকাতা: বক্স অফিসে বাজিমাত করল রুহ বাবা ও মঞ্জুলিকার রসায়নই। নভেম্বরের ১ তারিখে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3)। মুক্তির ৪ দিনের মাথায় ১০০ কোটির ক্লাবে পৌঁচ্ছে গেল এই সিনেমা। এই ছবি বেশ মন ছুঁয়েছে দর্শকদের। ‘সিংহম এগেইন’কে টেক্কা দিয়ে প্রথম সপ্তাহেই নাকি ১০০ কোটির ক্লাবে ছবিটি। শুধু রবিবারই ছবিটি আয় করেছে ৩৩.৫ কোটি টাকা। ছবি মুক্তির আগে থেকে টিকিট বুকিং শুরু হয়। মেট্রো সিটিগুলিতে চড়া দামে বিক্রি হয় ‘ভুল ভুলাইয়া ৩’র টিকিট।
১৭ বছর আগে মুক্তি পায় ‘ভুলভুলাইয়া’। সাইকোলজিক্যাল থ্রিলারের ঘরানার উপর কেন্দ্র করে ছবি গল্প তৈরি করেছিলেন পরিচালক প্রিয়দর্শন। ২ বছর আগে পরিচালক অনীশ বাজমি ‘ভুলভুলাইয়া’কেতে তুললেন হরর-কমেডি গল্প। ‘ভুলভুলাইয়া ৩’র গল্প, দুই বোন মঞ্জুলিকা-অঞ্জুলিকা, ভাই দেবেন্দ্রকুমার এবং রাজ সিংহাসন দখলের গল্প বলবে এই ছবি। মঞ্জুলিকা-অঞ্জুলিকা একাধারে যোদ্ধা ও দুরন্ত নৃত্যশিল্পী। রাজ সিংহাসন জোটে রাজকুমার দেবেন্দ্রর বাগ্যে। ছবিতে হিংসার, বদলা থেকে ক্ষমতার লড়াই সবই তুলে ধরেছেন পরিচালক। ভয়ের ছবির পুরনো ফর্মুলা পুর্নজন্ম দিয়েছেন পরিচালক। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি দর্শকদের মধ্যে ভালোই সাড়া জাগিয়েছে।