ভূত চতুর্দশীর দিন এই কাজটি করলেই পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ
Updated : 6 Nov, 2023 9:31 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee
কলকাতা: কার্তিক কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী (Bhut Chaturdashi) পালিত হয়। হিন্দু শাস্ত্রে, এই তিথিটিও বিশেষ গুরুত্বপূর্ণ। কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথির সূচনা হবে ১১ নভেম্বর দুপুর ১টা ৫৭ মিনিট থেকে। এই তিথি শেষ হবে ১২ নভেম্বর দুপুর ২টো ৪৪ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী, ১২ নভেম্বরই নরক চতুর্দশী পালিত হবে। এই দিনই আবার দীপাবলি। নরক চতুর্দশীতে যমের পুজো করা হয়। সে ক্ষেত্রে ১১ নভেম্বর নরক চতুর্দশীর পুজো করা যেতে পারে।
শাস্ত্র মতে, নরক চতুর্দশীতে যমের পুজো করলে অকাল মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায়। আবার পৌরাণির ধারণা অনুযায়ী, কার্তিক মাসের কৃষ্ণ পক্ষে চতুর্দশী তিথিতে কৃষ্ণ নরকাসুর বধ করে দেবতা ও ঋষি তার অত্যাচার এবং আতঙ্ক থেকে মুক্ত করেন।
Tags: