Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

Byomkesh Dev | Bidipta Chakraborty | Birthday | বিদিপ্তার ৫০ তম জন্মদিনে আসর জমাল ‘ব্যোমকেশ’ দেব

Updated : 13 Jun, 2023 5:38 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা:  ব্যোমকেশ দেবের পরনে ছিল কোট-চশমা। কয়েকদিন আগেই শেষ হয়েছে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবির শুটিং। বিশ্বাস দাশগুপ্ত পরিচালিত এই ছবির শুটিং ভারতের বিভিন্ন প্রান্তে সেরে কলকাতা ফিরে এসেছে দলটি। ছবিটি ১১ অগস্ট মুক্তি পাবে বড় পর্দায়। বলাই বাহুল্য ব্যোমকেশ দেবের সত্যবতী হয়েছেন এ ছবিতে রুক্সিণী।
দেব-বিরসার দল শহরে ফিরে আসার পর গতকাল অর্থাৎ 
১২জুন ছিল ছবির পরিচালক এর স্ত্রী বিচিত্রা চক্রবর্তীর জন্মদিন। সেই জন্মদিন উদযাপনে উপস্থিত ছিলেন দেব-বিরসা-রুক্সিণীরা। শহরের একটি পাবে বসেছিল জন্মদিনের আসর।
বিরসার ইনস্টাগ্রামে একাধিক ছবি দেখে বোঝা গেল ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ টিম উপস্থিত ছিল  বিদিপ্তার জন্মদিনের সেলিব্রেশনে। কেক কাটার আগে বিদিপ্তা ও অন্যান্যদের দুপাশে দাঁড়িয়েছিল দেব এবং রুক্সিণী।

 কেকেই ‘ব্যোমকেশের পোস্টার’। একইসঙ্গে হয়ে গেল দুটো জিনিসের উদযাপন। ভিজিপ্তার জন্মদিনের উদযাপনের সঙ্গে সঙ্গে ব্যোমকেশের শুটিং শেষ হওয়ার পার্টিও অনুষ্ঠিত হলো। দিদির তো সকলকে ধন্যবাদ জানিয়ে এদিনের অনুষ্ঠানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। লিখেছেন আনন্দে বিষাদে হৈ হৈ করে জীবনের ৫০ টা বছর কাটালাম। ঘটা করে জন্মদিন পালনের বরাবরই আমার একটু সংকোচ ছিল। কাজের চাপের মধ্যেই দুই মেয়ে এবং বিরসাকে দেওয়া কথার ভিত্তিতে জন্মদিনের এই অনুষ্ঠানে বিদিপ্তা উপস্থিত ছিলেন।