Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

বিগ বস-১৮ জিতলেন করণ বীর মেহরা,কত টাকা পেলেন!

Updated : 21 Jan, 2025 7:43 PM
AE: Hasibul Molla
VO: Subhangi Mukhopadhyay
Edit: Dipa Naskar

দীর্ঘ ১০৪ দিনের বিগবস এর ঘরের নাটকীয়তা পিছনে রেখে লক্ষ লক্ষ ভোটে এবার বিজয়ী হলেন করণ বীর। এ বছর গ্র্যান্ড ফিনালেতে যে দুজন ফাইনালিস্ট ছিলেন তাঁরা হলেন একজন করণ বীর এবং অন্যজন ভিভিয়ান ডি সেনা।বিতর্ক মাথায় নিয়ে এই প্রতিযোগিতার ১৮তম আসরে বিজয়ী হয়েছেন ৪৬ বছরের বলিউড অভিনেতা করন বীর মেহরা।পুরস্কার হিসেবে করন বীর মেহরা পেয়েছেন ৫০ টাকা ।
রবিবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয় বিগ বসের এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। এতে বিজয়ীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান।
পাঁচ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় বিগ বসের এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। তারা হলেন— করন বীর মেহরা, অবিনাশ মিশ্রা, ঈশা সিং, ভিভিয়ান ডিসেনা, চুম দারাং, রজত দালাল। এ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ নির্বাচিত হয়েছেন ভিভিয়ান ডিসেনা, দ্বিতীয় রানার-আপ ইউটিউবার রজত দালাল।

বিগ বস-এর পূর্ববর্তী পাঁচ সিজনে রাহুল রায়, আশুতোষ শর্মা, বিন্দু দারা সিং, শ্বেতা তিওয়ারি এবং জুহি পারমার বিজয়ী হয়েছিলেন এবং প্রত্যেকেই ১ কোটি টাকা পুরস্কার পান। পরবর্তীতে এই পুরস্কারের পরিমাণ কমে আসে। উদাহরণস্বরূপ, গৌতম গুলাটি (বিগ বস ৮) জিতেছিলেন মাত্র ২৫ লাখ টাকা। অন্যদিকে, দিপিকা কাক্কর (বিগ বস ১২) ৩০ লাখ, সিদ্ধার্থ শুক্লা (বিগ বস ১৩) ৫০ লাখ, তেজস্বী প্রকাশ (বিগ বস ১৫) ৪০ লাখ এবং এমসি স্ট্যান (বিগ বস ১৬) ৩১.৮ লাখ টাকা পুরস্কার পেয়েছিলেন।

বিগ বস ১৮ শুরু হয় একঝাঁক তারকাদের নিয়ে। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন শুতিকা অর্জুন, শেহজাদা ধামী, দিগ্বিজয় সিং রাঠী, এডিন রোজ, সারা আরফিন খান, মুসকান বামনে, আরফিন খান, তাজিন্দর বাগ্গা, নিরা ব্যানার্জি, যামিনী মালহোত্রা, কাশিশ কাপুর, অ্যালিস কৌশিক এবং শিল্পা শিরোদকর।