Big Boss Ott | Anthem Song | বিগ বস আরও জমজমাট
মুম্বই : ১৭জুন থেকে শুরু হচ্ছে বিগ বস ওটিটি সিজন ২(Big Boss Ott Season 2)। ছোটপর্দার পাশাপাশি এবার ওটিটি বিগ বসেও হোস্টের দায়িত্ব সামলাতে চলেছেন সলমন খান(Salman Khan)।সদ্যই প্রকাশ্যে এসেছে নতুন সিজনের অ্যান্থেম সং(Anthem Song)।গানটি লিখেছেন,সুর করেছেন এবং গেয়েছেন জনপ্রিয় র্যাপ গায়ক রফতার(Rap Singer Raftar)।জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে বিনামূল্যেই দেখা যাবে বিগ বস-এর নতুন সিজন।ছোটপর্দার পর এবার ওটিটি বিগ বস-এও সঞ্চালকের চেয়ারে দেখা যাবে ভাইজানকে।আগামী ১৭ জুন থেকেই ওটিটি প্ল্যাটফর্মে শুরু হতে চলেছে বিগ বস-এর নতুন সিজন।ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রতিযোগীর তালিকা।সিজন ২তে ওটিটি বিগ বসের বাড়ির বাসিন্দা হতে চলেছেন আদিত্য নারায়ণ,পুনম পাণ্ডে,ফৈজু সেখ,অঞ্জলী অরোরা,পুজা গউর,জিয়া শঙ্কর,উমর রিয়াজ,ধীরাজ ধোপর,আওয়াজ দরবার,ফহমান খান।নামগুলো শুনেই বুঝতে পারছেন এবার ওটিটি বিগ বস কেমন হতে চলেছে।
সদ্যই প্রকাশ্যে এসেছে র্যাপ সিঙ্গার রফতারের গাওয়া নতুন বিগ বসের অ্যান্থেম সং।অন্যান্য সিজনের থেকে এবছরের ওটিটি বিগ বস হতে চলেছে রীতিমতো জাঁকজমক পূর্ণ।এমনটা কিন্তু অ্যান্থেমেই বুঝিয়ে দিয়েছেন শো-এর হোস্ট সলমন খান।বিগ বসের নতুন সিজন মানেই প্রতিযোগীদের মধ্যে তৈরি হবে নতুন সমীকরণ আর একরাশ গসিপ।তো বিগ বসের বাড়িতে এবার কি ঘটতে চলেছে সেটা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।কারণ,১৭ জুন থেকে শুরু হবে নতুন সিজন।