Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

পর্দায় কতটা মুগ্ধ করেছে ‘বিনোদিনী’ রুক্মিণী!

Updated : 26 Jan, 2025 6:13 PM
AE: Parvej Khan
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

কলকাতা: গত ২৩ শে জানুয়ারি মুক্তি পেয়েছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ (Binodiini – Ekti Natir Upakhyan) ছবিটি। সৌরেন্দ্র সৌমজিৎ রচিত এবং রামকমল মুখ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তার অভিনয়ে মুগ্ধ টলিউড। কিভাবে রুক্মিণী নিজেকে বিনোদিনী চরিত্রে জন্য তৈরি করেছেন সে কথা দর্শকরা আগেই জেনে গিয়েছেন। এই চরিত্রে প্রবেশ করার জন্য প্রায় রোজ ৩-৪ ঘন্টা কত্থক নাচের মহড়ায় অংশ নিয়েছেন। ২০২৩এ সামনে এসেছিল রুক্মিণীর নটী বিনোদিনী হওয়ার খবর। মঞ্চে বিনোদিনী চরিত্রের অভিনেত্রী সুদিপ্তা চক্রবর্তী এর কাছে একাগ্র চিত্তে অভিনয়ের ক্লাস করেছেন রুক্মিণী। বিশেষভাবে শাড়ি পরার জন্য অনুশীলন করেছেন। পর্দায় দর্শকদের কানহা-গানে মুগ্ধ করেছেন ‘বিনোদিনী’ রুক্মিণী। গানের সিকোয়েন্স যেভাবে ব্যবহার করা হয়েছে তা দেখে টলিউড শিল্পী রাও বলেছেন এ যেন বলিউড ছবির ছাপ। এতদিনের পরিশ্রমে স্বপ্নপূরণ হয়েছে বিনোদিনী রুক্মিণীর।

ঐতিহ্যবাহী কথক পোশাক এবং গহনাগুলিতে অত্যাশ্চর্য দেখায়, তার হাতের সূক্ষ্ম নড়াচড়ার মাধ্যমে তার বাগ্মীতা, চোখের পাতার ঝাঁকুনি, তার সূক্ষ্ম পায়ের কাজ এবং তার শরীরের অভিব্যক্তিপূর্ণ বিকৃতি, প্রেমের একটি মর্মান্তিক গল্প বর্ণনা করে যা গানের কথার সীমা অতিক্রম করে। কত্থকের অভিনয় শৈলী পরিবেশন করা, তার অভিব্যক্তির অসাধারণ সৌন্দর্য এবং শক্তি রাধার চরিত্র এবং আবেগের সংঘাতের সূক্ষ্মতাকে সামগ্রিকভাবে বুনেছে, একটি সুন্দর সংবেদনশীল অভিজ্ঞতা তৈরি করেছে।