Placeholder canvas
কলকাতা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ |
K:T:V Clock

দেখতে দেখতে এক বছর পূর্ণ বিপাশা কন্যার

Updated : 13 Nov, 2023 5:45 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: ছোট্ট দেবীর (Devi) দেখতে দেখতে এক বছর বয়স হয়ে গেল। অনেক ঝড় গিয়েছে মেয়ের জন্মের পর। হার্টে দুটো বড় ছিদ্র নিয়ে জন্মেছিল দেবী। ডাক্তারদের কথা শুনে সেইসময়ে ভেঙে পড়েছিলেন মা বিপাশা বসু (Bipasha Basu)। আজও দেবীর হার্টের ফুটোর কথা ভাবলে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তবু সবকিছু ভুলে আজ তাঁর জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি কন্যা। ১২ নভেম্বর দীপাবলির দিন এক বছর পূর্ণ হল দেবীর।

মেয়ের জন্মদিনে মা হাওয়ার সেই সফরকেই ফিরে দেখলেন বিপাশা বসু। পোস্ট করলেন দেবীর জন্মের পর তোলা প্রথম ছবি। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় তখনও চোখ বন্ধ করে শুয়ে রয়েছেন বিপাশা। পাশেই তোয়ালে মোড়া সদ্যোজাত দেবীকে কোলে নিয়ে রয়েছেন বাবা করণ। আর স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন স্ত্রীয়ের কপালে। সেই ছোট্ট দেবী পায়ে পায়ে এক বছর পূর্ণ করল।