Placeholder canvas
কলকাতা রবিবার, ২৩ মার্চ ২০২৫ |
K:T:V Clock

দাঁত দিয়ে নখ কাটেন? ফল হতে পারে মারাত্মক

Updated : 22 May, 2024 9:33 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

হেলথ টিপস: খুব চাপে আছেন কিংবা মন ভালো নেই। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে অনেক কিছু। এরই মধ্যে হাতের আঙুলটা মুখে পুরে দিচ্ছেন বারবার। দাঁত দিয়ে নখ কাটছেন। গবেষণা বলছে, দাঁত দিয়ে নখ কাটার বদঅভ্যাস (Nail Biting) অনেকেরই আছে। আর এই বদভ্যাসই আপনার শরীরে ডেকে আনছে বড় রোগ।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চিকিৎসার পরিভাষায় দাঁত দিয়ে নখ কাটার এই বদ অভ্যেসের নাম ডার্মাটোফেজিয়া (Dermatophagia)। এতে সাধারণত উদ্বেগ থেকে দাঁত দিয়ে নখ কাটা বা আঙুলের চারপাশের চামড়া কামড়ানোর বদ অভ্যাসে তৈরি হয় খুব ছোট বয়স থেকেই। ডার্মাটোফেজিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে আঙুলের চামড়া পর্যন্ত ছিঁড়ে নেওয়ার প্রবণতা থাকে। রক্ত বেরিয়ে যায়। তবু কোনও কিছু খেয়াল থাকে। দীর্ঘদিনের এই অভ্যাস নখকে নষ্ট করে দেয়। নেল বেড নষ্ট হয়ে যায়। অর্থাৎ, নখের নীচের যে চামড়ার আস্তরণ থাকে, সেটা আর তৈরি হয় না। নখ ত্বকের গভীরে বসে যায়।