Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

শাহের সভায় অনাহুত অনুপম, অভিমানে ঝরে পড়ল ক্ষোভ

Updated : 29 Nov, 2023 9:10 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

বোলপুর: লোকসভা নির্বাচনের আগে বুধবার কলকাতায় মেগা প্রতিবাদ সভা বিজেপির। উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভায় আমন্ত্রণ না পেয়ে বিস্ফোরক বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। নিজেদের বাড়িতেই বিয়ে। অথচ বড়কর্তা নিমন্ত্রণ করেননি। তাহলে সেই বিয়ের অনুষ্ঠানে যাওয়া উচিত? কলকাতায় অমিত শাহর প্রতিবাদ সভাকে বিয়ে বাড়ি বলে কটাক্ষ অনুপমের। আমন্ত্রণ পাইনি, তাই প্রতিবাদ সভায় যাবেন না বলেও জানালেন তিনি। স্বাভাবিকভাবে শাহি সভার আগে অনুপমের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

বিজেপি নেতা আরও বলেন, পশ্চিমবঙ্গ থেকে একমাত্র আমি বিজেপির সর্বভারতীয় পদে রয়েছি। প্রটোকল অনুযায়ী, আমাকে নিমন্ত্রণ করা উচিত রাজ্য বিজেপির। কিন্তু তা করা হয়নি। আমি প্রতিবাদ সভায় যাব না। আমি গেলে বঙ্গ বিজেপি নেতাদের অসুবিধে। যদি দিল্লির নেতাদের কাছে এদের বিরুদ্ধে মুখ খুলেদি। হাঁড়ির খবর বেরিয়ে আসবে। সেই ভয়ে আমাকে আমন্ত্রণ করা হয়নি বলে বিস্ফোরক অভিযোগ জানান অনুপম।