
Dilip Ghosh | Kurmi | কাপড় খুলে দেব, দিলীপের হুঁশিয়ারি কুড়মিদের
কলকাতা: বিগত কয়েকদিন ধরেই জনজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে কুড়মিদের (Kurmi) আন্দোলন চলছে। ইতিমধ্যেই কুড়মিদের আন্দোলনে বনধ (Bandh) থেকে অবরোধ দেখেছে রাজ্য। রবিবার কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি নেতাকে জঙ্গলমহলে নিষিদ্ধ করার হুমকিও দিয়েছেন কুড়মি আন্দোলনকারীরা। এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন দিলীপ। সোমবার তিনি বলেন, ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে। মাহাত সাংসদ-বিধায়কদের পারলে পদত্যাগ করিয়ে দেখান। আমি ওদের আন্দোলনের পাশে রয়েছি। আমি চাল-ডাল দিয়ে সাহায্য করেছি। কাদের কী সাহায্য করেছি, জানতে চাইলে নাম প্রকাশ্যে আনব।
রবিবার লালগড়ের ধরমপুরে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো তর্ক, বচসা জুড়ে দেন বিজেপি নেতা। প্রায় আধ ঘণ্টা তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। আন্দোলনকারীরা দিলীপকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছি। আপনাদের পক্ষ থেকে কোনওরকম প্রতিক্রিয়া পাচ্ছি না। আপনি কুড়মি সমাজের জন্য কী করেছেন? বিক্ষোভকারীরা কুড়মি আন্দোলন নিয়ে বিজেপির অবস্থান পরিষ্কার করার কথাও বলেন দিলীপকে।
দিলীপ বলেন, তোমাদের প্রতিবাদে আমাদের সহমর্মিতা আছে। আমি তোমাদের লোকদের চাল-ডাল খাইয়েছি। আমার সংসদ এলাকায় খেমাশুলিতে খাওয়া দাওযার বন্দোবস্ত করেছি। তোমাদের আন্দোলন করতে কোথাও বাধা দিয়েছি? তাহলে চাল-ডাল পাঠালাম কেন আমি। আমাদের সাংসদ জ্যোতির্ময় মাহাত সংসদে কুড়মি আন্দোলনের বিষয়টি উল্লেখ করেছেন। কংগ্রেস এতদিন ক্ষমতায় থেকে কুড়মিদের জন্য কিছু করেনি।
বিজেপি নেতার চাল-ডাল দেওয়ার দাবিকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কুড়মি আন্দোলনের নেতারা। কুড়মিদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাত বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি সাংসদকে জানাতে হবে, তিনি কাদের সহযোগিতা করেছেন। তিনি যদি না জানাতে পারেন তবে তাঁকে ঘাঘর ঘেরা করা হবে এবং জঙ্গলমহলে তাঁকে ঢুকতে দেওয়া হবে না।