Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Egra Blast | আগে পুলিশ ১০ হাজার নিত, এখন আইসি ৫০ হাজার টাকা নেন, আক্রমণ শুভেন্দুর

Updated : 17 May, 2023 3:57 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

এগরা: আগে পুলিশ এখানে দশ হাজার টাকা তুলতো। এখন এই আইসি আসার পরে ৫০ হাজার করে মাসে তোলা হয়েছে। এগরার আইসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মঙ্গলবার এগরায় (Egra) বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে নিহতদের পরিবারেদের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু। সেখানে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁঙ্কার, তৃণমূল (TMC) ছাড়া এই নোংরা কাজ কেউ করতে পারে না। এনআইএ (NIA)-র জন্য হাই কোর্টে পিটিশন করেছি। এএসআই বিশ্বজিৎ এসে টাকা নিয়ে যেত। আমি ঘরের ছেলে, সব জানি। শেষ দেখে ছাড়ব। 

তিনি আরও বলেন, সব মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্পর্ধায় হয়েছে। পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) সামনে, তাই তৃণমূলকে (TMC) বোমা সাপ্লাই করার জন্যে এই কারখানা তৈরি হয়েছিল। আগেও ৫ জন মারা গিয়োছিল। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের বিরুদ্ধেও স্লোগান দিতে শোনা যায় শুভেন্দুকে। এদিন নিহতদের ক্ষতিপূরণ বাড়ানোর কথাও বলেন তিনি। শুভেন্দু বলেন, আড়াই লক্ষ টাকা কোনও মৃত্যুর ক্ষতিপুরণ হয় না। প্রত্যেক পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যে টাকার পরিমাণ রাজ্য সরকার ঘোষণা করেছে তা এনডিআরএফের টাকা। কোনও এমএলএ অফিস থেকে এই টাকা নেবেন না। যদি গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে চেক দেয় তবেই গ্রহণ করবেন। একইসঙ্গে ২৫ হাজার লোক নিয়ে এগরায় মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু।

গতকালকের পর আজও উত্তপ্ত এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়দের ক্ষোভ ফেটে পড়ছএ মাঝেমধ্যেই। এদিনও দেখা গেল সেই ছবি। আজ এগরায় যান তৃণমূলের প্রতিনিধি দল। ওই দলে ছিলেন মানস ভুঁইয়া, দোলা সেন সহ অন্যান্য নেতৃত্বরা। ঘুরে দেখেন এলাকা। স্থানীয়দের শান্ত থাকার পাশাপাশি উচ্চ পর্যায়ে তদন্তের আশ্বাসও দেন তিনি। এরপরই তৃণমূলের প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এমনকী চোর চোর স্লোগানও দেওয়া হয়। শেষে ঘটনাস্থল থেকে ফিরে যান তৃণমূলের প্রতিনিধি দল। এ বিষয়ে মানস ভুঁইয়া বলেন, অনেক বিক্ষোভ দেখেছি। এখন এরা রাম-বাম এক হয়ে বিক্ষোভ করছে। 

উল্লেখ্য, গতকাল এগরায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ৯ জনের। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ ফেরার। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর ওড়িশা গা ঢাকা দিয়েছে ভানু।