Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

রক্তে রাঙা আকাশ

Updated : 3 Dec, 2023 8:41 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: সাধারণত আমরা আকাশ নীল, সাদা আবার রাতে কালো দেখে অভ্যস্ত। মাঝের সূর্য ঝড়ের প্রভাবে মাঝে মাঝে আকাশ সবুজ হতেও দেখা যায়। কিন্তু কখনও লাল আকাশ দেখেছেন কখনও ? হ্যাঁ রক্তে রাঙা লাল। সুদূর মঙ্গোলিয়ার বাসিন্দাদেরও তেমনই অবস্থা। শুক্রবার গোটা দিন এবং শনিবারের বেশ কিছুটা সময় সে দেশের আকাশ হয়ে গিয়েছিল লাল। প্রকৃতির এই আজব লীলার নেপথ্যে অবশ্যই রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা।কিন্তু প্রকৃতির এই অপরূপ কাণ্ড দেখে অবাক মালঙ্গবাসী।