Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

‘অ্যানিম্যাল’-এর পর রণবীরের ‘রামায়ণ’-এ ববি?

Updated : 18 Jan, 2024 8:22 PM
AE: Abhijit Roy
VO: Tosmina Khatun
Edit: Silpika Chatterjee

মুম্বই: দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga)-র ছবি ‘অ্যানিম্যাল’ (Animal) নিয়ে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল মুক্তির পর থেকেই। সেই সবকিছুকে পিছনে ফেলে বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। ‘অ্যানিম্যাল’-এর ব্যাপক সাফল্যের পর সর্বত্র চর্চা শুরু হয়েছে ববিকে নিয়ে। ৩ ঘণ্টা ২০ মিনিটের ছবিতে মাত্র ২০ মিনিটের উপস্থিতিতেই অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি।

‘অ্যানিম্যাল’ এর পর কোন ছবিতে ববিকে (Bobby Deol) দেখা যাবে, সেই নিয়ে আলোচনা এখন তুঙ্গে। সম্প্রতি জানা গেল, নীতেশ তিওয়ারির (Nitesh Tiwari) ‘রামায়ণ’ (Ramayan)-এ রণবীরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ভারতীয় মহাকাব্য (Indian Epic) রামায়ণ অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি।