Soham Majumdar: ‘বলিউডে কনট্যাক্ট নয়, ক্রাফটই আসল’: সোহম মজুমদার
Updated : 16 Jan, 2023 3:38 PM
AE: Samrat Saha
VO: Suchandrima & Soham Majumder
Edit: Arpan Ghosh
বলিউড ডেবিউ মুভি আর সেই ছবি সোজা দু’শো কোটির ক্লাবে। শিবার চরিত্রে বিপুল জনপ্রিয় ও ভূয়সী প্রশংশিত হয়েছে তাঁর অভিনয়। কবির সিং কে নিয়ে বলিউড প্রেমীদের মধ্যে দ্বিমত থাকলেও শিবার চরিত্রকে সমান ভালবেসে ছিলেন সকলেই। তবে সাফল্য তাঁর মাথা টলাতে পারেনি। বাংলা ও হিন্দির ছবির মধ্যে এখন জাগেল করে যাচ্ছেন।
২০২৩-এ রয়েছে হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট সবমিলিয়ে নতুন বছর বেশ চমকপ্রদ হবে সোহম মজুমদারের তা তাঁর কথা শুনেই বোঝা গেল।তবে এই আড্ডার সারপ্রাইজিং ফ্যাক্টর সোহমের গলায় গান।
পুরো ইন্টারভিউ শুনুন পডকা’য়
Tags: