‘খাদান’-এ কোন চরিত্রে বলি অভিনেত্রী বরখা!
কলকাতা: ২০২৪-এ আসছে সুপারস্টার দেবের বেশ কয়েকটি ছবি। তার মধ্যে একটি হল সঞ্জয় রিনো দত্ত (Sanjay Rino Dutta) পরিচালিত ‘খাদান’ (Khadaan)। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। ‘খাদান’-এ দেবকে দেখা যাবে কয়লা মাফিয়ার চরিত্রে। অভিনেত্রী ইধিকা পলকে এই ছবিতে দেখা যাবে অভিনেতার বিপরীতে।
খাদানে দেব (Dev)-কে দেখা যাবে দ্বৈত চরিত্রে। ইতিমধ্যেই ছবির বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশ্যে এসেছে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্ত, বনি সেনগুপ্ত-কেও বলে জানা যাচ্ছে। সম্প্রতি জানা গেল, দেবের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের অভিনেত্রী বরখা বিশত-কে। কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি ‘খাদান’-এ বাবা এবং ছেলে এই দুই চরিত্রেই অভিনয় করবেন দেব। সূত্রের খবর, অভিনেতার অল্প বয়সি চরিত্রের সঙ্গে দেখা যাবে ইধিকাকে। আর বয়স্ক চরিত্রটির বিপরীতে থাকছেন বলিউড অভিনেত্রী বরখা বিশত (Barkha Bisht)।