Priyanka Chopra | হলিউডের ধর্মঘটে সহকর্মীদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া
ওয়াশিংটন: হলিউডে অভিনেতাদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তিনি একাধিক হলিউডের (Hollywood) সিনেমায় (Cinema) অভিনয় করেছেন। গত ছয় দশকে সব থেকে বড় আন্দোলন চলছে এখন হলিউডে। চিত্রনাট্যকারদের ধর্মঘটে যোগ দিয়েছেন অভিনেতারাও। বেতন বৃদ্ধি ও কৃত্রিম মেধা ব্যবহারের বিরুদ্ধে এই আন্দোলন চলছে। ১৯৬০ সালের পর এত বড় আন্দোলন হচ্ছে। যার জেরে অচলবাস্থা তৈরি হয়েছে সিনেমা ও টিভি ইন্ডাস্ট্রিতে। অনেক সিনেমার মুক্তি আটকে যেতে পারে। ইউনিয়ন (Union) ও সহ কর্মীদের পাশে আছেন বলে এবার ধর্মঘটকে সমর্থন করলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি ট্যুইট (Tweet) করেছেন আমি সহকর্মী ও ইউনিয়নেরা পাশে রয়েছি। যাতে ভাল ভবিষ্যত তৈরি করা যায়। গত ২ মে থেকে প্রতিবাদ আন্দোলনে নেমেছেন হলিউডের চিত্রনাট্যকার। পরে সেখানে যোগ দেন অভিনেতারাও। আন্দোলন চালাচ্ছেন রাইটার্স গিল্ড অফ আমেরিকা, তাঁর সঙ্গে যোগ দিয়েছে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড। গত ১০ দিনের বেশি সময় ধরে নেটফ্লিক্স ও ডিজনি স্টুডিওর বাইরে ধর্নায় বসেছিলেন চিত্রনাট্যকাররা (Screenplay Writers)।
বৃহস্পতিবার মাঝরাতে হাজারে হাজারে হলিউড অভিনেতারা ওই ধর্মঘটে যোগ দেন। বলা হচ্ছে ৬৩ বছরে এই প্রথম হলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেতা ও লেখকরা একসঙ্গে ধর্মঘট করছেন। এর ফলে সিনেমা (Cinema) ও টিভির (TV) অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। অনেক সিনেমার মুক্তি আটকে যাবে।
দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (The Actors Guild) বলেছে, বেতন কমানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে যে হুমকির পরিবেশ তৈরি হয়েছে সেই বিষয়ে তাঁদের দাবির কোনও সমাধান হয়নি। একমত না হয়েই আলোচনার সমাপ্তি হয়েছে। এই ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছেন মেরিল স্ট্রিপ, জেনিফার লরেন্সের মতো তারকা অভিনেতা। স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের জাতীয় বোর্ড স্টুডিও ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মঘটে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে। ১৯৮০ সালে অভিনেতাদের ইউনিয়ন ধর্মঘটে গিয়েছিল। তা তিন মাসের বেশি স্থায়ী হয়।