Placeholder canvas
কলকাতা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ |
K:T:V Clock

কোর্টের নির্দেশে পাকিস্তানি শিল্পীরা ভারতে কাজ করবে

Updated : 22 Oct, 2023 5:29 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

সীমান্ত পেরিয়ে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের সুদর্শন চেহারায় কাবু এদেশের অগণিত মহিলা। ভারতীয় চলচ্চিত্র জগতে তাকে নিয়ে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। একাধিক বলিউড ছবি তো তিনি অভিনয় করেছেন। তাকে শেষবার দেখা গিয়েছিল করণ জোহর পরিচালিত অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে। কিন্তু ভারত- পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক বাদ সেধেছিল বি-টাউনে তাঁর কাজ করার ক্ষেত্রে। সন্ত্রাসবাদ ও ভারতীয় সৈনিকদের উপর পাকিস্তানের হামলার কারণে বলিউডে কাজের ক্ষেত্রে বাধা পড়েছিল পাকিস্তানি শিল্পীদের। আর তার ফলেই ফওয়াদ এবং তার মত মাহিরা খান, আলি জাফারদের এদেশে অভিনয়ের সুযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল।বলিউড বাদশা শাহরুখ খানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল মাহিরা খানের। মাহিরার পরিচিতি বাড়লেও বিতর্ক জড়িয়ে পড়েছিলেন তিনি। ঋষি কাপুর-পুত্র রনবীর কাপুরের সঙ্গে মাহিরার সম্পর্কে গুঞ্জন বলিউডে উড়ে বেড়াচ্ছিল। কালে অবশ্য পাকিস্তানের সবচেয়ে হিট ছবির নায়িকা হিসেবে মহিলাকে দেখা গিয়েছিল।