Placeholder canvas
কলকাতা সোমবার, ১১ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

‘নো এন্ট্রি’-র সিক্যুয়েলে বরুণ-অর্জুন-দিলজিতের নায়িকা কে?

Updated : 4 Apr, 2024 6:54 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

মুম্বই: ২০০৫ সালে মুক্তি পেয়েছিল সলমন খান, অনিল কাপুর, ফরদিন খান অভিনীত ছবি ‘নো এন্ট্রি’ (No Entry)। কমেডি ঘরানার এই ছবি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। খুব শীঘ্রই ‘নো এন্ট্রি’-র সিক্যুয়েল নিয়ে আসছেন আনিস বাজমি (Anees Bazmee)। ইতিমধ্যেই ছবির মুখ্য তিন চরিত্রাভিনেতা নির্বাচন পর্ব সেরে ফেলেছেন পরিচালক। বরুণ ধওয়ান (Varun Dhawan), অর্জুন কাপুর (Arjun Kapoor), দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)-কে দেখা যাবে এই ছবিতে মুখ্য চরিত্রে। সূত্রের খবর, তিন জন অভিনেতারই চিত্রনাট্য পছন্দ হয়েছে। খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হবে বলেই জানা যাচ্ছে।