বুমরার স্পেলে কমল আতঙ্ক, তবু আশঙ্কা আছেই
কলকাতা: চা বিরতির আগে পর্যন্ত মনে হচ্ছিল ৫০০ করে ফেলবে অস্ট্রেলিয়া (Australia)। তখন ২০০ পেরিয়ে গিয়েছে, মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) এবং স্টিভ স্মিথ (Steve Smith) দাপটের সঙ্গে ব্যাট করছেন। লাবুশেনের শতরান ছিল সময়ের অপেক্ষা। কিন্তু ওয়াশিংটন সুন্দরকে তুলে মারতে গিয়ে নিজের পতন ডেকে আনলেন। এরপর ফের বুমরা ম্যাজিক।
ভারতের মাথাব্যথা ট্রাভিস হেডকে (Travis Head) আশ্চর্য কাটারে বোল্ড করলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। শূন্য রানে ফিরলেন হেড। এরপর বুমরার শিকার মিচেল মার্শ। তারপর অ্যালেক্স ক্যারিকে ফেরালেন আকাশ দীপ। প্রথম দিনের খেলা যখন শেষ হল অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ৩১১ রান করেছে। অধিনায়ক প্যাট কামিন্স অপরাজিত আছেন ৮ রানে। ৫০০ রানের দুশ্চিন্তা অনেকটা কমেছে।
তবে ভারতের দুশ্চিন্তা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্মিথকে নিয়ে। ৬৮ রানে অপরাজিত আছেন তিনি। কাল সকাল সকাল তাঁকে না ফেরাতে পারলে মুশকিল আছে। সিরিজ জেতা এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা ত্যাগ করতে হবে রোহিত শর্মাদের।
এদিকে আজ ‘অখেলোয়াড়োচিত’ আচরণ করে শাস্তির মুখে পড়তে পারেন বিরাট কোহলি। ম্যাচের ১০ এবং ১১তম ওভারের মাঝে অভিষেককারী অস্ট্রেলীয় ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। কোহলি যদিও ইচ্ছে করে করেননি এমন অভিব্যক্তি দেখিয়েছেন, কিন্তু রিকি পন্টিংয়ের মতো ব্যক্তিত্ব বলছেন এটা ইচ্ছাকৃত। এই ঘটনার তদন্ত হলে বিপদে পড়তে পারেন ভারতের তারকা ব্যাটার। এমনকী সিডনিতে সিরিজের শেষ টেস্ট তাঁর খেলায় নিষেধাজ্ঞা জারি হতে পারে।