অ্যাডিলেডে ফের গোলাপি আতঙ্ক, ব্যাটিং বিপর্যয় ভারতের
কলকাতা: অ্যাডিলেডে (Adelaide) ফের গোলাপি আতঙ্ক। ২০২০ সালের ৩৬ অল আউটের মতো ঘটনা ঘটেনি ঠিকই। তবে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে রোহিত শর্মারা (Rohit Sharma)। ৬৯ রানে এক উইকেট থেকে ৮৭ রানে পাঁচ উইকেট পড়ে যায়। তারপর ঋষভ পন্থ (Rishabh Pant) এবং নীতীশ কুমার রেড্ডি ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ১০৯ রানের মাথায় ফিরে যান পন্থও। আরও একবার ১৫০ রানের মধ্যে অল আউট হওয়ার আশঙ্কায় টিম ইন্ডিয়া।
টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন রোহিত। তিনি নিজে ওপেন করেননি, যশস্বী জয়সওয়ালের সঙ্গে মাঠে আসেন কে এল রাহুল (KL Rahul)। দিনের প্রথম বলেই মিচেল স্টার্কের (Mitchell Starc) বলে এলবিডব্লু হলেন যশস্বী। এরপর শুভমান গিল এবং রাহুল ইনিংস এগিয়ে নিয়ে যান। স্কট বোল্যান্ডের বলে আউট হয়ে গিয়েছিলেন রাহুল, কিন্তু নো বল ঘোষণা করেন আম্পায়ার। যদিও ভাগ্য বেশিক্ষণ সঙ্গ দেয়নি তাঁর। স্টার্কের বলে খোঁচা দিয়ে ফেরেন রাহুল।
এরপরে প্যাভিলিয়নে ফেরার ছোটখাটো মিছিল শুরু হয়। পরপর আউট হন গিল, বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা। পার্থ টেস্টের প্রথম ইনিংসের ঢঙেই ফের আউট হলেন কোহলি। এদিকে মাত্র ৩ করে সাজঘরে ফিরলেন অধিনায়ক। নতুন গোলাপি বলের সুইং থেকে তাঁকে সুরক্ষা দিতে পাঁচে নামানো হয়েছিল। কিন্তু বোল্যান্ডের বলের সিম মুভমেন্ট তাঁর ডিফেন্স ভেঙে দিল।