Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

মোদির গুণকীর্তনের নাটক অভিনয়ের ‘ফতোয়া’ কেন্দ্রের! অভিযোগ শিক্ষামন্ত্রীর

Updated : 14 Feb, 2024 7:20 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: বাম আমলে তাঁর নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’ রাজ্য সরকারের রোষানলে পড়েছিল। বেশ কিছু প্রেক্ষাগৃহে সে নাটকের মঞ্চায়ন করতে দেওয়া হয়নি। এরপরেই তৃণমূলে যোগ দেন ব্রাত্য বসু (Bratya Basu)। আবারও থিয়েটারে রাজরোষ নিয়ে সরব হলেন শিক্ষামন্ত্রী। তবে তাঁর নিশানায় এবার রাজ্য নয়, কেন্দ্রীয় সরকার (Union Government)। ব্রাত্যর অভিযোগ, প্রধানমন্ত্রীর গুণকীর্তন সম্বলিত একটি নাটক বাংলার সব থিয়েটার দলকে মঞ্চস্থ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

মঙ্গলবার টুইট করে ব্রাত্য লেখেন, “কেন্দ্রের বিজেপি সরকার লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের (West Bengal) সবক’টি থিয়েটার দলকে এ দেশের মাননীয় প্রধানমন্ত্রীর মহিমাবাচক ও গুণকীর্তন করা একটি ছোট নাটিকা পাঠিয়ে বলেছেন, এর অভিনয় সর্বত্র করতে হবে।” ব্রাত্য এও জানিয়েছেন, যদি অভিনয় না করা হয় তাহলে কেন্দ্রের অনুদান এবং ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে।